হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ লিরিক্স ।। Banglalyricsdot ||

হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ লিরিক্স ।। Banglalyricsdot ||

হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ লিরিক্স ।। Banglalyricsdot ||


হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ
যাদবায় মাধবায় কেশবায় নমঃ

গোপাল গোবিন্দ রাম শ্রী  মধুসূদন
গিরিধারী গোপীনাথ মদন মোহন

শ্রী  চৈতন্য  নিত্যানন্দ শ্রী অদ্বৈত  সীতা
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা

শ্রী  রূপ সনাতন ভট্ট  রঘুনাথ
শ্রী জীব গোপাল  ভট্ট দাস রঘুনাথ

এই ছয় গোসাইর করি চরণ বন্দন
যাহা হৈতে বিঘ্ন  নাশ অভীষ্ট পূরণ

এই ছয় গোসাই যার - মুই তার দাস
তা সবার পদ রেণু মোর পঞ্চ গ্রাস

তাদের চরণ সেবি  ভক্ত সঙে বাস
জনমে জনমে হয় এই অভিলাষ

এই ছয় গোসাই জবে ব্রজে কৈলা বাস
রাধা  কৃষ্ণ  নিত্য লীলা করিলা প্রকাশ

আনন্দে বল হরি ভজ বৃন্দাবন
শ্রী গুরু  বৈষ্ণব  পদে মজাইয়া মন

শ্রী গুরু  বৈষ্ণব  পদ পদ্ম করি আশ
নাম  সঙ্কীর্ত্তন কহে নরোত্তম দাস

এ ছয় গোসাঁই যার করুণার সিন্ধু
ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু
এ ছয় গোসাঁই যবে ব্রজে করলেন বাস
রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ

এ ছয় গোঁসাই প্রভূ মোদের কর দয়া
চরণ শরণ নিলাম দাও পদ ছায়া
তাদের চরণ সেবা ভক্ত সনে বাস
জনমে জনমে অামার এই অভিলাস

এই ছয় গোঁসাই যারে করুণা করিবে
ব্রজে রাধাকৃষ্ণ সেবা অবশ্য মিলিবে
পরম বৈষ্ণব চরণে আমার সশ্রদ্ধ প্রণাম ৷৷

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ৷
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ৷৷

নিতাই গৌর হরি বল হরি বল
নিতাই গৌর হরি বল হরি বল
....



Reactions

Post a Comment

0 Comments

close