Ami To Bujhi Na Bonde Lyrics ( আমিতো বুঝিনা বন্দে) Sagor Baul Bangla Song

Ami To Bujhi Na Bonde Lyrics by Sagor Baul:


Ami To Bujhi Na Bonde Lyrics by Sagor Baul


Song : Ami To Bujhi Na Bonde  (আমিতো বুঝিনা বন্দে)
Singer : Sagor Baul
Lyric & Tune : Sheikh Saifullah Rumi
Music : H R Liton
Language : Bangla
Label : Agniveena 

Ami To Bujhi Na Bonde Lyrics song in Bengali:

আমি তো বুঝি না বন্দে
কারে ভালোবাসো
আমি তো বুঝি না বন্দে
কারে ভালোবাসো

আমার চোখের জল দেখিয়া
মিটিমিটি হাসো
তুমি আমার চোখের জল দেখিয়া
মিটিমিটি হাসো

আমার মনে বইসা তুমি
কাহার ছবি আকো
গোপন প্রেমে মন মজাইযা 
কার ধ্যানেতে থাকো
তুমি কার ধ্যানেতে থাকো

আমার মনে বইসা তুমি
কাহার ছবি আকো
গোপন প্রেমে মন মজাইযা 
কার ধ্যানেতে থাকো
তুমি কার ধ্যানেতে থাকো

অন্য কারো হলেও তুমি
আমায় ভালোবাসো
অন্য কারো হলেও তুমি
আমায় ভালোবাসো

আমার চোখের জল দেখিয়া
মিটিমিটি হাসো
তুমি আমার চোখের জল দেখিয়া
মিটিমিটি হাসো

এতো স্বাদের পিরিত বলো
ভুলবো কেমন করে
তোমার মনে নাই তো আমি
ভালোবাসো কারে

বলো এতো স্বাদের পিরিত বলো
ভুলবো কেমন করে
তোমার মনে নাই তো আমি
ভালোবাসো কারে

সাইফুল রুমির কাছে তুমি
স্বপ্নতেও আসো

আমি তো বুঝি না বন্দে
কারে ভালোবাসো
আমি তো বুঝি না বন্দে
কারে ভালোবাসো

]]সমাপ্ত [[

Reactions

Post a Comment

0 Comments

close