রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিণী ( Rai Jago Go Lyrics ) Bengali Folk lyrics | Provati Gaan | Banglalyrics |

রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিণী বাংলা লিরিক্স


রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিণী ( Rai Jago Go Lyrics ) Bengali Folk lyrics | Provati Gaan | Banglalyrics |


Song Credits:

  • Singer - Pousali Banerjee
  • Composition - Bengali Traditional
  • Re-arranging and Programming - Sainik Dey
  • Flute - Roshan Putwar
  • Percussion - Pankaj
  • Studio - Violina
  • Mixing and Mastering - Tarun Das

Rai Jago Go Lyrics Song In Bengali :

রাই জাগো গো..
জাগো শ্যামের মনমোহিণী
বিনোদিনী রাই।
রাই জাগো গো..
জাগো শ্যামের মনমোহিণী
বিনোদিনী রাই।

জেগে দেখো আর তো নিশি নাই
গো জয় রাধে,
জাগো শ্যামের মনমোহিণী 
বিনোদিনী রাই

রাই যাগো গো..
জাগো শ্যামের মনমোহিণী 
বিনোদিনী রাই।

শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া..
আছো রাধে ঘুমাইয়া..
কুলকলঙ্কের ভয় কি তোমার নাই
গো জয় রাধে,

জাগো শ্যামের মনমোহিণী 
বিনোদিনী রাই,

রাই যাগো গো..
জাগো শ্যামের মনমোহিণী
বিনোদিনী রাই।

বাসি ফুল জলে ফেলে..
আনো সবে ফুল তুলিয়ে..
সে ফুল দিয়ে যুগলকে সাজাই
গো জয় রাধে,
জাগো শ্যামের মনমোহিণী 
বিনোদিনী রাই।

আমরা তোমার সেবার দাসী ..
যুগলচরণ ভালোবাসি ..
যুগল বিনে অন্য আশা নাই
গো জয় রাধে,
জাগো শ্যামের মনমোহিণী 
বিনোদিনী রাই,

রাই জাগো গো..
জাগো শ্যামের মনমোহিণী 
বিনোদিনী রাই,
বিনোদিনী রাই,
বিনোদিনী রাই,
.............
.......
...

Rai Jago Go Song:

Reactions

Post a Comment

0 Comments

close