বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের |
Song Credits:
- Original composer: Norottom Das Thakur
- Singer: Pousali Banerjee
- Re-arrangement and Programming: Sainik Dey
- Percussion: Pankaj
- Flute: Roshan Putwar
- Dotara: Rohit
- Mix and Master: Sainik Dey
- Studio: Violina
[[শুক সারির দ্বন্দ্ব কীর্তন ]]
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
রাই আমাদের, রাই আমাদের,
আমরা রাইয়ের, রাই আমাদের।
শুক বলে, আমার কৃষ্ণ মদন-মোহন।
শারী বলে, আমার রাধা বামে যতক্ষণ,
নইলে সুধুই মদন।।
শুক বলে, আমার কৃষ্ণ গিরী ধরেছিল।
শারী বলে, আমার রাধা শক্তি সঞ্চারিল,
নইলে পারবে কেন।।
শুক বলে, আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা।
শারী বলে, আমার রাধার নামটি তাতে লেখা,
ঐ যে যায় গো দেখা।।
শুক বলে, আমার কৃষ্ণের চূড়া বামে হেলে।
শারী বলে, আমার রাধার চরন পাবে বলে,
চূড়া তাই তো হেলে।।
শুক বলে, আমার কৃষ্ণ যশোদার জীবন।
শারী বলে, আমার রাধা জীবনের জীবন,
নইলে শূন্য জীবন।।
শুক বলে, আমার কৃষ্ণ জগৎ-চিন্তামণি।
শারী বলে, আমার রাধা প্রেম প্রদায়িনী,
সে তোমার কৃষ্ণ জানে।।
শুক বলে, আমার কৃষ্ণের বাঁশি করে গান।
শারী বলে, সত্য বটে, বলে রাধার নাম,
নইলে মিছাই গান।।
শুক বলে, আমার কৃষ্ণ জগতের গুরু।
শারী বলে, আমার রাধা বাঞ্ছা কল্পতরু,
নইলে কে কার গুরু।।
শুক বলে, আমার কৃষ্ণ প্রেমের ভিক্ষারী।
শারী বলে, আমার রাধা লহরী লহরী,
প্রেমে ঢেউ কিশোরী।।
শুক বলে, আমার কৃষ্ণের কদম তলায় থানা।
শারী বলে, আমার রাধা করে আনাগোনা,
নইলে যেতো না গো জানা।।
শুক বলে, আমার কৃষ্ণ জগতের কালো।
শারী বলে, আমার রাধার রূপে জগৎ আলো,
নইলে আঁধার কালো।।
শুক বলে, আমার কৃষ্ণের শ্রীরাধিকা দাসী।
শারী বলে, সত্য বটে সাক্ষী আছে বাঁশী,
নইলে হ'তো কাশীবাসী।।
শুক বলে, আমার কৃষ্ণ জগৎ জীবন।
শারী বলে, আমার রাধা মধুর জীবন,
নইলে কী থাকে জীবন।।
শুক বলে, আমার কৃষ্ণ জগতের প্রাণ।
শারী বলে, আমার রাধা জীবন করে দান,
নইলে থাকে কী প্রাণ।।
শুক-শারী দু'জনার দ্বন্দ ঘুচে গেল।
প্রেমভরে সবে একবার হরি হরি বল,
শ্রী বৃন্দাবনে চল।।
জয় বৃন্দাবন ধাম কি জয়
জয় মদনমোহন কি জয়
জয় রাধামাধব কি জয়
0 Comments