Tomake Bhalobeshe Lyrics from Tansener Tanpura:
ভালোবাসার সম্মোহন যে কোন অচেনা পথে নিয়ে যেতে পারে, তার নেই কোনো ঠিকানা। প্রেমের প্রভাবের কথা ফুটে ওঠে Tansener Tanpura (তানসেনের তানপুরা) ওয়েব সিরিজ থেকে Jimut Roy এবং Piu Mukherjee-র কণ্ঠে Tomake Bhalobeshe (তোমাকে ভালোবেসে) গানে। Srijato-র কলম আর Joy Sarkar-এর সুর এই গানে যোগ করেছে এক অন্য মাত্রা।
- Song Name : Tomake Bhalobeshe
- Web Series : Tansener Tanpura
- Singers : Piu Mukherjee & Jimut Roy
- Music Director & Arrangements : Joy Sarkar
- Lyricist : Srijato
- Programming : Sabuj-Ashish
- Mixing and Mastering : Goutam Basu
- Director : Soumik Chattopadhyay
- Label : SVF Music
Tomake Bhalobeshe Song Lyrics In Bengali :
তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায়
হৃদি উজান যায়, তাকে তো রাখা যায় না
সেই উজানের মন, স্পর্শ সংগোপন
যেখানে ছোঁও তাকে, ভাঙবে তমসাকে
এমনি সম্মোহন
সেই মনেরই নাম, জানলে পাল্টাতাম
নীরবে সংযোগে রেখেছি মনযোগে
দিইনি কিছু দাম
তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায়
হৃদি উজান যায়, তাকে তো রাখা যায় না
Tomake Bhalobeshe Song Lyrics In English:
Tomake bhalobeshe kothay jabo sheshe
Jani na sei deshe chirago achhe kina
Tobe se andhare nikhade gandhare
Ke takey praan dhare
prayoshi toma bina
Jodi ba praan jay jeno na gaan jay
Hridi ujaan jai taake toh rakha jay na
Sei ujaner mon sporsho songopon
Jekhane chnow taake vangbe tomosa ke
Emoni sommohon
Sei moneri naam janale paltatam
Nirobe songjoge rekhechi mono joge
Deini kichhu daam
0 Comments